উত্তর: খাদ্যপুষ্টির বিষয়ে আমাদের কিছু সাধারণ নির্দেশনা রয়েছে যা আশা করি ইতিমধ্যেই আমাদের থেকে জেনেছেন, যদি না জানা থাকে তাহলে অবশ্যই জেনে নিন। আজকের যুগে এমন হয়েছে যখন পাশ্চাত্যের লোকজন বলবে এটা ভালো তো সেটার পিছনে আমরা হুজুগে হয়ে যাই। চিয়া সিড (Chia Seeds) – একটি উচ্চ প্রোটিন,ফ্যাটি এসিড, ক্যালসিয়াম,পটাশিয়াম,ভিটামিন সমৃদ্ধ খাবার যাতে পর্যাপ্ত ফাইবার রয়েছে। বর্তমানে এটাকে সুপার ফুড হিসাবে আখ্যায়িত করা হয়েছে। চিয়া সিডে-

ফাইবার-অ্যান্টিঅক্সিডেন্ট কিছু ক্ষেত্রে কোলন ক্যান্সার হওয়ার ঝুঁকি কমাতে পারে। কিন্তু ক্যান্সার অলরেডি হয়ে গেলে চিয়া সিড খেলে ভাল হবেন এমন নয় বরং বিপরীত ক্ষতিকরও হতে পারে।

 

সাবধানবাণীঃ

 

খাওয়ার নিয়মঃ

১ গ্লাস পানিতে অর্ধ চা-চামচ চিয়া সিড ৩০ মিনিট থেকে ১ ঘন্টা ভিজিয়ে।

 

নিরাপদ মাত্রাঃ

সাধারণভাবে এক চা চামচের বেশি কারোর জন্য খাওয়া উচিত নয়। অর্ধ চা-চামচ বা তারো কম প্রতিদিন বা একদিন পরপর খাওয়া যায়।
আপনার শরীরে যদি অর্ধ চা চামচেরও সিয়া সিড খেলে সমস্যা অনুভব হয় তাহলে অবশ্যই আপনার প্যাথলজিকাল চেষ্টা না ধরা পড়লেও। ফাংশনাল কোন সমস্যা শুরু হয়েছে। তখন Genetic Homeopathy চিকিৎসা করে সুস্থ না হওয়া পর্যন্ত অবশ্যই বিরত থাকতে হবে।
বিভিন্ন ব্যবসায়ী এবং ভিডিও কনটেন্ট ক্রিয়েটর আকর্ষণীয়ভাবে আপনাদের সামনে ভিডিও লেখনি প্রকাশ করবে এটাই স্বাভাবিক। কারণ তাদের উদ্দেশ্যই থাকে ব্যবসা এবং জনপ্রিয়তা।

 

সুন্দর পৃথিবীর খোঁজে
সুন্দর পৃথিবীর জন্য

Leave a Reply