শুধু টাকাটাই দেখলেন?

ডাঃ মোঃ ইকবাল হোসেন, লেখক ও আবিস্কারক জেনেটিক হোমিওপ্যাথি

 

★ছেলেমেয়েরা অনলাইনে ইনকাম করে। ফ্রিল্যান্সিং আরো আরো বিভিন্ন কিছু।

শুধু টাকাটাই দেখলেন কিন্তু ক্ষতির পরিমাণ —

আমি অনলাইনের দক্ষতা অর্জনকে নীরুৎসাহিত করছি না। কিন্তু অনলাইনে যারা কাজ করেন তাদের কয়েকটি সমস্যার কথা বলছি, সমস্যাগুলো অনুভব করেন আর না করেন কয়েক বছর পরে এটা মারাত্মক হবে—

★আল্লাহতালা রাত্রি করেছেন ঘুমের জন্য। আপনি সারাদিন ঘুমিয়েও রাতের ৫ ঘন্টা ঘুমের মতো হবে না। অর্থাৎ অবশ্যই আপনাকে রাত ১১ – ৪/৫টা পর্যন্ত ঘুমাতেই হবে। মাঝেমধ্যে হঠাৎ অনিয়ম হতে পারে। কিন্তু আপনি নিশ্চিত থাকেন আপনি দীর্ঘদিন যাবত এটা করলে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন এই ক্ষতিতে কোন সাধারণ ক্ষতি নয়।

 

ক্ষতিগুলো কি কি –

হরমোনাল imbalance তৈরি হবে। ফলে ইমিউনিটি দ্রুত নষ্ট হবে। বিভিন্ন রকমের বাত ব্যথা যেমন সাইটিকা, টানধরা ইত্যাদি ব্যথা —

১) মেজাজ খিটখিটে হওয়া তথা রাগ জিদ, ভুলে যাওয়ার প্রবণতা,

২) এক সময় যে ডিপ্রেশন মানসিক সমস্যায় ভুগবেন।

৩) শরীরের এনার্জি কমে যাবে। ক্লান্তি ,দুর্বলতা বেড়ে যাবে। স্বাভাবিকভাবেই আলসার, আই বি এস, লিভারের সমস্যা শুরু হবে।

৪) অতিরিক্ত রেডিয়েশনের কারণে খাদ্যে অরুচি শরীর শুকিয়ে যাওয়া এবং জেনেটিক্যালি ক্ষতিকর চেঞ্জ প্রকট হতে থাকবে।

৫) চোখের সমস্যা তো অবশ্যই।

৬) দীর্ঘক্ষণ বসে থাকার কারণে কিডনি প্রোস্টেট সমস্যা অচিরেই দেখা দিবে। স্বাভাবিকভাবেই প্রস্রাব পায়খানার সমস্যা শুরু হবে যেমন পাইলস, ইউরিনারি ইনফেকশন, প্রোস্টেট গ্রন্থির বিভিন্ন সমস্যা।

৭) এমনকি অনেক সময় ক্ষুধা বেড়ে গিয়ে ডায়াবেটিস ক্যান্সারের মতো ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

৮) যৌন দুর্বলতা!!! পারিবারিক অশান্তি।

 

হয়তো আজকে আপনি টাকার জন্য। মাসে কয়েক লক্ষ টাকা ইনকাম করছেন, সবাই আপনাকে ভালবাসছে, সম্মান করছে। আপনিও বিলাসবহুল জীবন যাপন করতে পারছেন। কিন্তু শান্তি সুখ!!! এটা আপনার জীবন থেকে বিদায় নেবে।

আমি একজন চিকিৎসক হিসাবে আমি আমার বাস্তব অভিজ্ঞতা। আর আমার মেডিকেলের জ্ঞানকে কাজে লাগিয়ে আপনাদের জন্য লিখলাম। আমি এমন কিছু লিখিনি অবাস্তব, যার বাস্তব সাক্ষী আমি নই।

সুতরাং আপনার পেশার ব্যাপারে সচেতন হন। আমি আপনাকে নির্দেশ বা আদেশ করছি না। আপনার পেশাকে আমি ছেড়ে দিতেও বলিনি। আমি শুধু বলেছি আপনার এই সমস্যাগুলোর মধ্যে অধিকাংশ সমস্যা দেখা দিবে কয়েক বছরের মধ্যে ইনশাআল্লাহ। আপনি এগুলো সচেতন থেকে যদি বুঝে শুনে কাজ করেন এটা আপনার ব্যাপার।

 

সুন্দর পৃথিবীর খোঁজে, সুন্দর পৃথিবীর জন্য
Genetic Homeopathy

Leave a Reply