যেটা প্রকৃতই সার্জারি যেমন জন্ম থেকে পায়খানার রাস্তা নেই অথবা হাত-পা নেই ইত্যাদি ক্ষেত্রে সার্জারিই একমাত্র উপায় আর সার্জারি সকল প্যাথিরই অংশ। তবে যেহেতু এগুলোর মূলে ক্ষতিকর জিনগুলো প্রকট থাকে তাই জেনেটিক হোমিওপ্যাথ ঔষধ দিবেন এবং একই সাথে অবশ্যই সার্জারি লাগবে জানাতে হবে।

এক্ষেত্রে অন্যপ্যাথিক ঔষধ একসাথে চলতে পারে অথবা শুধুমাত্র জেনেটিক হোমিওপ্যাথিক ঔষধ দেওয়া যেতে পারে। তবে সিদ্ধান্ত জেনেটিক হোমিওপ্যাথ নিজেই নিবে তাৎক্ষণিক বিচারে।

বিভিন্ন ইমার্জেন্সি অবস্থায় যেমন- কুকুর বিড়াল কামড়ানো, কেটে যাওয়া, ভেঙে যাওয়া ইত্যাদি ক্ষেত্রে মেডিকেলের আইনে বাধ্যতামূলক যেই বিধান রয়েছে সেগুলো মেনে সরকারি হাসপাতালে ইমারজেন্সি বিভাগে পাঠাতে হবে।

যেমন- ভাঙ্গাচুরা রোগীকে অর্থোপেডিক্স এর কাছে পাঠাতে হয়। এবার রোগী এবং তার আত্মীয়রা যদি জেনেটিক হোমিওপ্যাথিক মেডিসিন চালাতে আগ্রহী হয় তাহলে আমাদের ঔষধে একই সাথে অন্য প্যাথিসহ অথবা শুধুমাত্র আমাদের ঔষধই যথেষ্ট।

জেনেটিক হোমিওপ্যাথির ক্ষেত্র ও সীমা

(The Scope and limitation of Genetic Homoeopathy)

“জেনেটিক হোমিওপ্যাথিতে সব রোগই আরোগ্য হয়”, বা “জেনেটিক হোমিওপ্যাথিতে কিছুই আরোগ্য হয় না”- এই দু’টি বিবৃতির কোনোটাই সত্য না। জেনেটিক হোমিওপ্যাথিতে অনেক রোগই আরোগ্য হয়। তবে সব রোগ সব অবস্থায় আরোগ্য হয় না- এটাই হ’লো অভিজ্ঞতা সত্য। জেনেটিক হোমিওপ্যাথির ক্ষেত্র জানতে হলে প্রথমেই বুঝতে হবে জেনেটিক হোমিওপ্যাথি কি? জেনেটিক হোমিওপ্যাথি হলো জিন সদৃশ চিকিৎসা। কিসের সদৃশ্য তথাকথিত বিশেষ কোনো রোগের? না তা নয়।

[Genetic Homeopathy (book) – Dr.Md.Iqbal Hossen ও হোমিও সাথী – ডা: এস পি দে ষষ্ঠ সংস্করণ 2016 (সংক্ষেপিত)]

Leave a Reply